ধান বোঝাই ট্রাকের সাথে মোটরবাইকের সংঘর্ষ , মৃত‍্যু

20th January 2021 10:09 am বাঁকুড়া
ধান বোঝাই ট্রাকের সাথে মোটরবাইকের সংঘর্ষ , মৃত‍্যু


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : এবার দুর্ঘটনার কবলে  এক বাইক আরোহী । পাত্রসায়ের বড়গড়িয়া গ্রামের বাসিন্দা শেখ মনিরুল প্রতিদিনের মত কাজ শেষ করে মোটর বাইকে করে কাঁকরডাঙ্গা দিক থেকে ফকির ডাঙ্গার দিকে আসছিল উল্টো দিক থেকে আসা একটি ধান বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয় । সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজন ছুটে আসে এবং পাত্রসায়ের থানায় খবর দেওয়া হয় এলাকাবাসীদের তৎপরতায় ঘাতক গাড়িটিকে আটক করে পাত্রসায়ের থানার পুলিশ ।  জানা যায় মৃত ব্যক্তি শেখ মনিরুল রাজমিস্ত্রির কাজ করতো এদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল সে উল্টো দিক থেকে আসা লরির লাইট চোখে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার নিচে পড়ে যায় সে পরক্ষনেই লরির চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যায় তার মাথা । পাত্রসায়ের থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।